এলাকায় কোন হাট বাজার না থাকায়, এলাকার মানুষ দূর দূরান্ত গিয়ে হাট বাজার করতে হতো।কিন্তু দূর দূরান্ত গিয়ে হাট বাজার করতে এলাকার মানুষের খুবই কষ্ট হতো। তখন এলাকায় কোন পাঁকা রাস্তা ছিল না এমনকি কাচা রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাওয়াও খবই কষ্টকর ছিল। সমস্ত রাস্তায় কাদায় ভরে যেত। এমস্ত দেখে এলাকার লোকজন উদ্যোগ নিয়ে ১৯৯৩ সালে হরিপুর বাজার প্রতিষ্ঠা করে। এরপর কেয়ার সংস্থা এসে এই বাজারে মার্কেট, সেটঘর, ট্রয়লেট এবং সমস্ত বাজারের নিচের অংশ পাঁকা করে দেন। বাজারটি ছোট হলেও বর্তমানে এই বাজারটি আড়ানী ভাঙ্গা ইউনিয়নের সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত। বাজারটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস