Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম আদালত

৬নং আড়ানী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের প্রধান হলো চেয়ারম্যান । তিনি সকল বিধিমালা মেনে বিচার কার্য পরিচালনা করে থাকেন । ৬নং আড়ানী ইউপির আদালত সপ্তাহে দুই দিন বসে থাকে থাকে । প্রতি মঙ্গলবার এবং বৃহ:প্রতিবার আদালত বসে থাকে ।

 

 

উদেশ্য: ১৯৭৬ সালে গ্রাম আদালত অধ্যাদেশের মাধ্যমে ইউনিয়ন পরিষ্যদগুলোকে বিচার সাম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিচার পদ্ধতির সান্তিপূণ নিস্পত্তি ও বিচারকায ব্যাবস্থা সহজ করার উদ্দেশ্যে গ্রাম আদালত সৃস্টি করা হয়েছে।

 

গঠন: চেয়ারম্যান, বাদী ও বিবাদী পক্ষের ২ জন করে মোট ৫ জন নিয়ে গ্রাম আদালত গঠিত হয়। গ্রাম আদালতের এখতিয়ার: ইউনিয়ন পরিষদ ফৌজদারী ও দেওয়ানী এই ২ ধরনের মামলার বিচার করতে পারবে। গ্রাম আদালতের স্থান নিবাচন: যে ইউনিয়নে এলাকার অপরাধ সংঘটিত হয়েছে সে ইউনিয়নে গ্রাম আদালত গটিত হয়। গ্রাম আদালতের ক্ষমতা: সবোচ্চ ৫.০০০ টাকা ক্ষতি পূরনের মামলা করতে পারে। গ্রাম আদলকের সিদ্ধান্ত: মামলার রায় প্রকাশ্য ঘোষনা করতে হবে।রায় ৫/৪ ভোটে হলে আপিল করা যাবে না আর ৩/২ ভোটে হলে আপিল করা যাবে।