Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এসজিএসপি প্রকল্পের আওতায় কৃষক/কৃষাণী প্রশিক্ষণ ও উদ্বোধনী অনুষ্ঠান
বিস্তারিত

এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কৃষক/কৃষানী প্রশিক্ষণ ও উদ্বোধনী অনুষ্ঠান

 

প্রধান অতিথিঃ  জনাব শাহানা আখতার জাহান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, রাজশাহী।

বিশেষ অতিথিঃ জনাব মোঃ শাহিন রেজা, উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী।

সভাপতিঃ মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান ৬ নং আড়ানী ইউনিয়ন পরিষদ, বাঘা, রাজশাহী।

 

অনুষ্ঠান সূচিঃ                                                                        তারিখ: ০৬/০১/২০২১ ইং

 

সকাল ৯.০০- ৯.৩০ মিনিট পর্যন্ত

সকাল ৯.৩০- ১০.০০ টায় উদ্বোধনী অনুষ্ঠান

 

স্থান: ৬ নং আড়ানী ইউনিয়ন পরিষদ, বাঘা, রাজশাহী।

 

সময়    প্রশিক্ষণ বিষয়    সহায়তাকারীর নাম ও পদবী

১০.০০ থেকে ১১.০০     প্রকল্প এর কার্যক্রম ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে আলোচনা     শাহানা আখতার জাহান, উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।

১১.০০ থেকে ১২.০০      স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা        মোঃ শাহীন রেজা, উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী।

১২.০০ থেকে ১.৩০       কৃষক পর্যায়ে উন্নতমানের বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে আলোচনা   কৃষিবিদ মোঃ শফিউল্লাহ সুলতান উপজেলা কৃষি কর্মকর্তা, বাঘা, রাজশাহী

১.৩০ থেকে ২.০০         নামাজ ও দুপুরের খাবার  

২.০০ থেকে ৩.৩০         শীতকালীন শাক সব্জি চাষ পদ্ধতি    কৃষিবিদ মোঃ আল মামুন হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার, বাঘা, রাজশাহী

৩.৩০ থেকে ৪.৩০         আম বাগানের পরিচর্যা     মোঃ রহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, বাঘা, রাজশাহী

৪.৩০০ থেকে ৫.০০       সমাপনী অনুষ্ঠান

প্রকাশের তারিখ
04/01/2021
আর্কাইভ তারিখ
20/01/2021